মহাকালের গণ্ডি পেরিয়ে তোমার কাছে এসেছিলাম প্রিয়
দু'দণ্ড প্রশান্তি পাবো বলে; দিয়েছো দু'হাত ভরে
এভাবেই ভালোবেসো সারাটিজীবন ভালোবাসার খুব যত্ন নিও।
একজীবনে কতটা চাই, দিতে বা পারি কতটা
তবুও যতটুকু পেয়েছি তোমাতে পূর্ণ এ জীবন
শতদুঃখে ভালোবাসায় চাই না পড়ুক এতটুকু ভাটা।
ভালোবাসা বাঁচুক তোমাতে আমাতে সুখী হয়ে আজীবন।
— ইমরান শাহ্