আয় না সর্বগ্রাসী, সর্বনাশী
কেমন পারিস...
করতে সবই এলোমেলো।
আয় না পুরুষ খেকো
সর্পরূপি, বহুরূপী...
দিয়ে যা মরণছোবল।
ওরে ও পাষাণী আয়
মনের পিঞ্জিরায়...
কর আবার ভরাডুবি।
রূপের অই মোহন জালে
কালে কালে...
বেঁধে যা দামালছেলে।
আয় না দেখি এলোকেশী
বাঁজিয়ে প্রেমবাঁশি...
আবার পাগল বানাতে।
ওরে ও দশ দুয়ারী
প্রেম জুয়ারি...
সুরূপা নিপুণ মিথ্যাচারী।
চালা শাসন ত্রাসন অনুশাসন
স্বৈরাচারী, ভানুমতী
তুই-তো দারুণ সংহারী।
মুখেই শুধু কাব্য করিস
অন্তরে বিষ...
ছলাকলা ভালোই জানিস।
ওরে ও ভীতিসঞ্চারী, মনোহরী
এবার থাম...
কত রঙ্গ করবি ?
কতজন খেলে মনের অন্দরে
একজনে আঁকে...
বহুজন রঙ মাখে।
— ইমরান_শাহ্