মানুষ মেরে রাজনীতির ওই
খেলছো দারুণ খেলা
ধর্মের হাটে বসিয়েছো আজ
রাম রাবণের মেলা।

মাস্ক লাগিয়ে মন্দিরে কেন
যাচ্ছো অবিরাম
করোনাতে পরলে বাঁচাবে কি
তোমার আমার রাম।

মসজিদ মন্দির রেখে ভাই
গড়ো বিজ্ঞানাগার
তবেই হবে জাতির ভাল
এপার-ওপার।

ধর্ম সে'তো মানুষের গড়া
যুগ যুগান্তর
আধুনিকায়নের এই যুগ দাড়িয়ে
কিসের উপর?






— ইমরান শাহ্