ভালোবাসো আর না-ই বাসো
আমায় ভুলে যেতে পারবে না,
প্রাক্তন করা কি অত সোজা!
ভুল ভাবছো, হ্যাঁ ভুল ভাবছো।
দুঃখ, কষ্ট -যন্ত্রণা না-হয়
তাড়াবো কালো ধোয়ার টানে-টানে
আর ক'টা দিন ধৈর্য্য ধরো,
ফুসফুসটা পুড়ে গেলেই পালাবো।
আড়াইচালে দাবার গুটি দু'জন দু-দিকে
ভুল চালে হারিয়ে যাবে সবভুলে!
হলুদ সোডিয়ামের নীচে প্রথম প্রতিশ্রুতি
রক্তের সাথে রক্তের প্রথম আলাপ।
সমস্ত ভালোবাসা উৎসর্গ করে ঢেলে
দেওয়া তোমার কলেবরের অতল-অতলান্তে
এসব সব মিথ্যে, সব খেলাচ্ছল?
কি ভাবছ, দোষারোপ, পুনরাবৃত্তি ভালোবাসার!
যা_খুশি ভাবতে পারো, ভাবো–
আমি এসবের নাম বলি অভিমান।