বলছি না এখন বেঁচে নেই–
অন্যের ছায়ায় অন্য কারো ইচ্ছা হয়ে
কথা ছিল সুনিপুণ, প্রয়োজনে একশো বছরের...
বদলে এক হাজার বছর অপেক্ষায় থাকব।
কে বলবে এই কথা মিথ্যে ?
ক'জন রাখে সুশোভিত স্বপ্নের কথা!
তবে সব কথা জমা থাক না...
একান্তই আমার হয়ে, শেষ নিঃশ্বাস অবধি।
তুবুও একদিন নিজের মত করে–
দু-হাত ভরে চাঁদের জ্যোৎস্নায় চুমুক দিতে...
চাই তরল বিষে, এমনই প্রতিশ্রুতি ছিল;
দেবতা হতে চাইনি, দেবী গড়তে চেয়েছিলাম।
শুধু মানুষ হয়ে একদিন নশ্বর–
এই পৃথিবীর আনন্দের সাথী হতে চাই।
মর্ত্য থেকে স্বর্গে যাবার আগেই অমৃত...
চাই, যে অমৃত তোমাতেই খুঁজে পেয়েছিলাম।
///
—ইমরান শাহ্