তোমাকে আমার বিশেষ কিছু দেখাবার আছে
শোনাবার আছে; দেখবে, শুনবে?
প্রতিটি দীর্ঘশ্বাস চিৎকারের নিরব সে-কি অর্তনাদ
দেখো। শোন কান পেতে।
প্রতিটি গান ভালবাসার শূন্যতায় কতটা স্তব্ধ;
দিনমান করে প্রেমহীন অনুবাদ।
নিজেকে নিজের বিরুদ্ধে দাড় করাই অহর্নিশ
হৃদয় ফেটে বেরোয় নুড়িপাথর
তোমার অনুপস্থিত আর ছিঁড়ে ফ্যালা ইতিহাস
আমাদের চুক্তিগুলি ভাসছে ফেনায়।
—ইমরান শাহ্