নতজানু হতে-হতে এতটা নেমেছি নীচে
মস্তক ছুঁয়েছে মাটি–
আর কতোটা নিম্নমুখী হলে মিলবে তাবৎ
সুখ তোমার, প্রিয়তমা ?

পাহাড়সম দাঁড়িয়ে যে বৃক্ষটি শুনতো জয়ধ্বনি
সে আজ নুড়িসম,
যাতে তোমায় ছুঁতে পারে বরাবর; শহজেই
সব কিছু খুয়িয়ে।

বড়ো হও আকাশসম যতটা হলে তোমাকে
ছোঁয়া যাবে না,
আমি না-হয় মিশে যাই তেপান্তরে লক্ষকোটি
নুড়িদের ভীড়ে অবলীলায়।




—ইমরান শাহ্