হে ট্রাম্প,
কি জবাব দেবে তোমার ইশ্বরের কাছে
পুতিন, কিয়ার অথবা অন্যান্য বিশ্ব নেতাবৃন্দ
তোমাদের ব্রেকফাস্টে লাল শরবত, পোড়া পলল
চেয়ে দেখো, ওগুলো সদ্য ঝলসানো রক্তমাংস।

বোমার আঘাতে উড়ে যাচ্ছে মানুষের শরীরে
অথচ, তোমরা নিশ্চুপ চেয়ে চেয়ে দেখছো
স্বার্থক তোমাদের নীচ মনবাসনা, দেখছে ধরিত্রী
জেরুজালেম ছিল, থাকবে এ আল্লাহর ওয়াদা।

এরদোগান, আরববিশ্ব আজ মিত্র বনেছে ইহুদী'র
ধীক তোমাদের ইমানুয়েল, তৈরী থেকো মহাপ্রলয়ে—
মহাপুরুষের জবান বিফল হবে না "মনেরেখো
রাজধানী হবে আল-আকসা, ফিলিস্তিন মধ্যমণি।


হে জাতিসংঘ,
বোমার তসবিহ পড়ছে, সমগ্র ফিলিস্তিনি মানুষ
আর তুমি ঝপছো, বিধ্বংসীদের নামের পুঁথি
এসবের হিসাব হবে কড়ায়গণ্ডায় অপেক্ষা করো
খুব সন্নিকটে তোমাদের ধ্বংস দেখবে চশমখোর।


মনে আছে সেই হেবা আবু নাদাকে—
যিনি মৃত্যুকে উপেক্ষা করে তাকবির দিয়েছিল,
কলমকে অস্ত্র বানিয়ে লিখেছে কুদুসের জয়গান
শত্রুর মুখে ছুঁড়ে দিয়ে তার প্রাণ।


আশ্রয়দাতাকে এমন করে মারলে, ইতিহাস সাক্ষী
বিচার হবেই হবে একদিন, এমন নিষ্ঠুরতার।
তোমাদের দেখলে করুণা করবে বিশ্ববাসি অচিরেই,
হিটলারের কথা মনে করে আফসোস করবে।।




— ইমরান শাহ্

রাত ৯ঃ০০ টা
০৯/০৪/২৫ ইংরেজি।

উৎসর্গঃ ফিলিস্তিনের সকল মানুষের জন্য।