মনে রাখিস...
একদিন তুই ভীষণ নিঃস্ব হবি
আমার মতো একাই কেঁদে যাবি
জীবনে বড়ো দুঃখ  বয়ে বেড়াবি
পর হলে তোর সবি।

প্রেম নাকি মোহ ছিল বুঝবি
আমায় হন্যে হয়ে খুঁজবি

ভালো থাকিস!
আমি হয়তো ...
একদিন তোর যাবজ্জীবন হবো।
দিনে রাতে চোখের জলের একমাত্র
কারণ বনে যাব।






—ইমরান শাহ্