যজ্ঞের ধন ভেবে যারে আগলে রেখেছিলাম
ক্যালেন্ডারের আটশত দিন-রাত
বুকের পাঁজরজুড়ে অক্লান্ত যে রাজমহল তৈরী...
করেছিলাম নিজেই রাজমিস্ত্রী হয়ে;
অথচ তাসের ঘরের মত ফুৎকারে নস্যাৎ একপলকে।
এখন আর মনে পড়ে না তারে
ভিনজগতের বাসিন্দা হয়ে সম্প্রতি
রাহুগ্রস্ত কলেবর ফিরে এলো বিধির বিধানে
আবার নবধারায় এই বসুন্ধরায়;
ফিরে এলাম অকিঞ্চিৎ, মৃত্যুদূত হয়তো পথ হারিয়েছিল;
তোমাদের সাধুবাদ সেইসব অহোরাত্রি, প্রতিক্ষা, প্রত্যাশা
অনেক শিখিয়েছ, আমিও শিখেছি...
ভীনদেশী চাতক হয়ে, বুনো কোকিলের কাছে
নগ্নসত্য ক্ষমা করিনি আজও;
বিশ্বাস করো কসম আটশত দিনরাত্রির প্রতিটি প্রহর।
এখনো সন্ধ্যা হয় শাঁখবাজে, আজানের ধ্বনিতে
নিস্তব্ধতা ভাঙ্গে চারিপাশের পাড়া-মহল্লার...
উলুধ্বনিতে মুখরিত হয়ে সাঁঝবাতি জ্বলে ঘরে-ঘরে
সব আগের মতই আছে;
শুধু বদলেছে আবহাওয়া দপ্তরের খবরের পাঠক।।
/
ইমরান শাহ্
২৭/০৪/২২ ইংরেজি
লন্ডন, সময় রাতঃ- ১১ঃ৪০ মিনিট