তুমি এখন কেমন আছো, অন্তত...
একটিবার খবর দিও
বিস্কুট আর চায়ের কাপের সাথে
এগারোটায় ঘুম ভাঙ্গে।
দিনের শুরু হয় কি রোজই
আমায় দেখে - দেখে।
অভিমানে নাক ফুলিয়ে খুব কাঁদো
সংবরণে কাছে ডাকো ?

আমায় কি আর তুমুল বাজাও
রোজ অয়েল সকাল-বিকাল ঠোঁটটি...
সতেজ করে তুলতে রোজই মাখাও ?

এখনো দাঁত দিয়ে নখ কাটো ।
আমার অবগাহনে বিরক্ত হও,জানিও

আমার দেওয়া চিহ্ন গুলো হাতের...
কাছে রেখেছো কি ?
করুণা করে হলেও খবর দিও।
জানতো ...আশায় থাকি।





ইমরান শাহ্