ক্যাঙ্গারু তার শাবক নিয়ে যেমন করে বিপদ পেরোয়
তেমনি করে বুকের ভিতর যতন করে রাখি তোমায়।

তারপরেও বলবে বল; হাজারখানা দোষের দোকান মাথার 'পর
ছুড়বে বল দু-দশখান তীর, অভিযোগ থাকবে মাথায় হাজার!

এদেশ - ওদেশ ঘুরে পেলাম যখন শান্ত নদীর আহবান
ক্লান্ত হলে প্রেমের সুধা বারণ করবে করতে পান?

শূণ্য খা-খা বিরানভূমি দিচ্ছ যাতে জলের ফোটা
মিলবে কি তাতে অবশেষে ফসল নাকি শুধুই চিটা?

ভেবেই দেখ শান্তপ্রাণে এসেছিলে কাছেই কি একাকিনীর আবেগে
আমি না-হয় এসেছিলাম তোমার কাছে চিন্তমণির আবদারে_তে স্ববেগে।

মাথার কসম রইলো তবে, হারবে যখন জীবনের জয়গান
জনমভর জিরিয়ে নিও তোমার অমন বহুব্রীহি অবসন্ন হৃদয়খান।।






– ইমরান শাহ্