১ম পর্ব
—————

কবে দেখা হবে তোমার সাথে
আর কোনদিন দেখতে পাবো না!
আমি যে বাঁচবো না–
আর দেখা না হলে।

কিছু বলছো না_যে; চয়নিকা
মোবাইল ফোন কেটে দিলে কেন?
আমরা দু'জন একই ঘরে–
অথচ মনে হচ্ছে কতদূরে...

চোখ ভিজছে তাই না, চয়নিকা
ফোনকলটা ধরো, কথা বলতে চাই
চিকিৎসাবিজ্ঞানের যে মানা কোয়ারান্টাইন
মানতেই হবে, উপায় নেই...

কথা বলতে পারছি না; জানালার
অস্পষ্ট গ্লাস দিয়ে দেখব কতদিন?
আজ দশদিন হতে চললো–
ডাক্তার বললেই দেখা হবে।

ফোনটা তোলো, চয়নিকা নিজে-নিজে
কত কথা বলা যায় বল?
তোমার সাথে কথা না-বলে
থাকতে পারি না যে_




রচনায়ঃ— ইমরান শাহ্




চলমান...