এ হাত বড়ই নাজুক এবং অসহায়
যে হাত ছিল শক্ত সবল অতীতে
সে হাত তার সাথে মেলানোর পর
হয়ে গেল নিমেষেই রুক্ষ, ভঙ্গুর বেদনায়।

সেবা আর ওশুশ্রূষা দিয়ে পারতে ওকে–
আরো কিছুদিন বাঁচাতে,  হৃষ্ট-পুষ্ট হয়ে
দেখো ওর মুখে ঘাঁ যত্নহীন ভিটামিন–
অভাবে, এসব দেখলে কি বলবে লোকে।

অভাবীকে আর রিক্ত করো না প্রিয়মুখ
হিউমেরাসের দিকে দেখো করছে করুণ আর্তি
তৃতীয় হাত অনুপ্রবেশে ওদের এমন দুর্দশা
এমন করে দূর্বল করে মিলেছে সুখ!


ভুল আদরের ক্ষত সারা গায়ে মেখে
কেমন করে বেঁচে আছে যুগল হাত
কিছুই পারিনি দিতে, চেয়েছি দিতে দ্বৈতহাত
নিলে না, অকিঞ্চন করে গেলে রেখে।






— ইমরান শাহ্


৩১/০৩/২৫
ঈদের দিন বিকাল ৩ টা