তোমার চিন্তা-চেতনায়, ভাবনায় এখনো
অই একটি নামই রয়ে গেছে
গানে স্নানে বাজতে থাকে অহর্নিশ
একমাত্র সুর, ইমন কল্যাণ ঠাট।
অহোরাত্র ঘুণপোকা হয়ে খায় তোমায়
ত্রিতালে বাজানো সেই স্বর্গধারী স্বর
নিস্তার নেই জেনো হে মালিনী
আমৃত্যু তুলবে হৃদয়ে তুমুল ঝড়।
ক্রেইটের দংশনের মত তীব্রতর হবে–
বুকের অন্দরে লুকায়িত প্রতিটি শব্দঝঙ্কার
তোমাকে সেখমেট ভাবতে ভালো লাগত
ইশতার হলে কবে ঘুণাক্ষরেও বুঝিনি।
০৮/০১/২৫ ইংরেজি, সন্ধ্যা।