এখন খুব ইচ্ছে হয় অষ্টপ্রহর
তোমার মত বনে যাই
সমস্ত স্বকীয়তা বিলীন করে
তোমাতেই হই চিরতরে অন্তরীণ।

এক‌টি স্বচ্ছ, স্ফটিক হৃদয় গড়তে
চাই তোমার দেবী_সুলভ
প্রতিটি স্বর্গীয় স্পর্শ; দেবী
মুক্ত করো আবিলতা থেকে।

মনস্থির করেছি, হে ভালোবাসার
এ যুগীয় দেবী; আমি
একান্ত তোমার মতো শ্বেত
শুভ্র প্রতিকী হতে চাই।

দীক্ষা নিক তোমাতে- আমাতে
ভালবাসার প্রকৃত সংজ্ঞা কি?
ব্যাখ্যা কি? পৃথিবীর সমস্তঃ
প্রেমিক পুরুষ প্রেমিক নারী।

মৌনিক সহাবস্থানে দু'জনের বসবাস
যেন সৃষ্ট বিরল কাব্য।
ক্লেদ-জরাজীর্ণতা মুক্ত হোক
পৃথিবীর সমস্ত প্রেমীয় অন্তর।






— ইমরান শাহ্