দৃশ্যমান ক্ষতের দাগ মুছে যায়–
কালের কোন না কোন একসময়
দগ্ধ হৃদয়ালয়ের ক্ষত নিরবধি একান্ত
নিরবেই চুপিসারে পোড়ায় অনাদিকাল।

তোমার অবহেলায় এতটাই লন্ডভন্ড হৃদপি
উদাহরণ দেওয়া যেতেই পারে; যেনো–
উপকূলীয় অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে সম্প্রতি
আগ্রাসী সুনামি কিংবা জলোচ্ছ্বাসে।

চাওয়া-পাওয়া গুলো ক্ষণকালেই ম্রিয়মান
ব্যর্থতায় রূপান্তর সমস্তকিছু অতি সহজেই
আমি দিতে পারলাম না ঐ-যা–
কি -করে দেবে অন্যকেউ।

এতো প্রশস্ত আকাশে উড়ালে না–
যেহেতু, প্রণয়ের একখানা ইন্দ্রিয়গ্রাহ্য ঘুড়ি
প্রশ্ন থাকলো; অন্যাকাশে উড়াতে পারবে তো ?
উড়াতে পারলে খুবই ভালো।





—ইমরান শাহ্