শীতপ্রধান মৌসুমে পাখি বাসা বাধে জলঙ্গি তীরে
চেয়ে দেখো একলা পাখি কাকে খুঁজে ফেরে।
এতটা নিখোঁজ তুমি, হারিয়েছো কোন জনারণ্যের ভীড়ে।
তুমিহীন ভীষণ ক্ষরাগ্রস্থ হৃদয় এসো ফিরে নীড়ে।






— ইমরান শাহ্