আবার যদি পক্ষাঘাতগ্রস্থ হও
তবে ফিরে এসো
হৃদয় বিদীর্ণ হয় কখনো
তবে আবার এসো।

ঠকে যাও জীবনের কাছে
এসো ফেরাব না
নিঃসঙ্গ হয়ে পড় একেবারে
তবুও আঁকড়ে ধরব।

চেনামুখ যদি প্রত্যাখ্যান করে
বুকে ঠাঁই নিও
গঙ্গাজলে স্নান করিয়ে না
হৃদজলে ধোয়াব অন্তর।

অদ্যাবধি প্রতিক্ষায় রয়েছি, রইব
কোন একদিন এসো
ঝেড়েমুছে কলঙ্ক দূর করে
অনন্তপথ পাড়ি দেব।

বয়সের ভারে ন্যুব্জ হলে
চুল পাকলেও এসো
সেদিনও দেখবে, অপলক চেয়ে
প্রহরগুণে নির্বিকার দাঁড়িয়ে।।




–ইমরান শাহ্