বিষাদের হরষে খুব ভালো আছি
দুখের শিকল স্বপ্নের পায়ে পড়িয়ে;
এইতো দেখো বেশ ভালোই আছি।

এই যে এখন বকুল বনে
লাগছে আগুন, তবুও বলি অকপটে;
দারুণ আছি, তোকে পুষে হৃদকোণে।

যত্ন করে কষ্ট পুষি রাখি
যন্ত্রণার কৌমুদী নামে রাত গভীরে;
একা একাই অশ্রুচোখে আকাশ দেখি।

তবুও বলি বেশ তো আছি
চারুবেদনা সঙ্গী করে, বেনোজল নিয়ে;
খরস্রোতা এক নদীর খুব কাছাকাছি।





/
— ইমরান শাহ্