ছেড়ে যেতে চাইলে তো যাওয়াই যায়,
কিন্তু ছিঁড়ে যাওয়ার যায় কি?
অতীতের পাঁজর ভেঙে যাওয়া যায়
যে মুহুর্তগুলো স্মৃতি তৈরী করছে
তাদের ভুলে যাওয়া যায় কি?
যেতে চাইলেই তো যাওয়াই যায়
কিন্তু ছিঁড়ে যাওয়া যায় কি?

সময়ের স্রোত শুধু উজান চেনে
ফেরার মুখে দারুন ভাটা
তাই বলে যে ঘন্টাগুলো
তোমায়, নতুন করে পথ চেনালো
কেমন করে ভাসবে ভালো।
অন্ধকারে ভয় পেলে, কেমন ভাবে খুঁজবে আলো
সেই তাকে,অস্বীকার করা সত্যি যায় কি?
যেতে চাইলে তো যাওয়াই যায়
কিন্তু ছিঁড়ে যাওয়া যায় কি?

জানি এই পথ ফেরার খবর দেবে না
জানি আজটা কাল, অতীত কেবল অর্থহীন
কিন্তু যে  হাজার হাজার শব্দ তৈরি করেছে কথার বর্ণমালা,
তাদের মুছে ফেলা যায় কি?
যেতে চাইলে তো যাওয়াই যায়
কিন্তু ছিঁড়ে যাওয়া যায় কি ?

যে রাত আশ্বাস দিয়েছে সঙ্গী হওয়ার
যে ঠোঁট বলেছে, আমি আছি
যে স্পর্শ একা না থাকার ভরসা দিয়েছে
সেই অনুভূতি কে মিথ্যা বলা যায় কি?
যেতে চাইলে তো যাওয়াই যায়
কিন্তু ছিঁড়ে যাওয়া যায় কি ?

রাগ অভিমান আপন করেছে সময়
জ্বরের ওষুধ হয়েছে হাজার মাইল দূরে
সম্পর্কের গিঁট খুব শক্ত হয়েছে প্রতিবার
যে বুক দিয়েছে মুখ রাখার আশ্রয়
তাকে আঁচড়ে , চলে যাওয়া যায় কি
যেতে চাইলে তো যাওয়াই যায় ,
কিন্তু ছিঁড়ে যাওয়া যায় কি ?

ঘুম না আসা তারাদের প্রশ্ন করো?
নীরব সন্ধ্যার কাছে জানতে চাও!
ঘুমন্ত সকাল কে জিজ্ঞেস করো?
সত্যি  তাকে ছেড়ে যাওয়া যায় কি ?
জানি যেতে চাইলেই তো যাওয়াই যায়
কিন্তু ছিঁড়ে যাওয়া যায় কি ?




— ইমরান শাহ্