এমন একটি হাত চেয়েছিলাম
নিবিড় নিবন্ধ করে দেবে
আমার সমস্ত জরাজীর্ণ ক্লান্তি

কই পেলাম কই _দীর্ঘশ্বাস
পুঁজি করে চলছে দিনরাত্রি
এই তপ্ত জীবন নামচা

তোমায় অভিশাপ দিচ্ছি একগাল
জগতের সবচেয়ে সুখী মানুষ
হও। অন্তর্দহনে না হয় আমি পুড়ি

কোন কালে কার কি এসে যায়
যা যায় তা হয়তো একতরফা
নয়তো নিয়তি নামক ভ্রম।







              — ইমরান শাহ্

=========<<<<<======<<<=========