রাত গভীর হলেই বুকের বা-পাশে
বেজে ওঠে সেই অনবদ্য অর্গান
বিমোহিত সুরে কে_যেন ডাকে
ছায়া নাকি কোন অশরীরী?
আঁতকে উঠি সারা ঘরময় খুঁজি
জানালায় উঁকি দেই ঘুমের ঘোরে
কে-হে অচেনা বাদক, কেন জ্বালাও
কেন করো বারে-বারে নিদ্রাহত!
ভোর হতেই নিজেকে নিজে মাপি
চা-চুমুকে পাই সেই-সে ঘ্রাণ
চন্দ্রমুখ, ওষ্ঠাদেশ চায়ের ভাঁড়ে ভাসে
তবে কি সেই তুমি?
না-না আত্মচিৎকারে সম্বিত এলে
মনের ভুল ভেবে মনোনিবেশ করি...
লেখার খাতায়, দৈনন্দিন কাজে, কতকিছুতে;
নিজেকে সান্ত্বনা দেই অবিরত।
তাকে_তো ফেলে এসেছি কবে
মহুয়ার পালা, জারি-সারি গানে
সে-তো আসার কথা নয় আর...
স্বপ্নে অথবা নিগূঢ় বাস্তবে।।
/
— ইমরান শাহ্
২৮/০৪/২২ ইং
লন্ডন, রাত ১১ঃ১৫ মিনিট
#ইমরান_শাহ্