বিসর্গ ভালোবাসা, প্রেমহীনতায় ভোগে
নগরের মোড়া ইতিহাসে–
দায়হীনতায় ভালোবাসা বড় অসহায়
দু'চোখ কেবল ভাসে।
দ্বিধাগ্রস্থ হয়ে দাঁড়িয়ে অনাদি
শুধু তোমার প্রতিক্ষায়–
বিকলাঙ্গ স্বপ্ন নিয়ে বাঁচা
অনিশ্চয়তায় পা- বাড়ায়।
দেয়ালে দেয়ালে খোঁয়ানো বিজ্ঞপ্তি
শহর হতে নগরে–
তার অভিমুখে তাকিয়ে অহর্নিশ
খুঁজে ফিরি তোমারে।
কোথায় তুমি, থাকো কোন...
অলি কিংবা গলিতে–
ঠিকানা দিও, খবর দিও
পৌঁছে যাব তোমাতে।।
—ইমরান শাহ্