তারপর,
বহুদিন পর জানতে পারবো; ঘর বেঁধেছো
সুখেই আছো, কিন্তু এদিকে শূন্য আকাশজুড়ে
উড়বে জোড়াহীন বিরহী পারাবত।
তোমার পাতা সংসারে ফুটবে প্রতিনিয়ত ইন্দিবর—
প্রতিদিন দেওয়া প্রতিশ্রুতির ইথারে ভাঙবে খেলাঘর;
কি আসে যায় তাতে।
এক দুর্নিবীত দুঃসময়ে এসে সম্মুখপানে দাঁড়িয়ে;
যদি বলো, তোমার আশাবরী আজও ফিরে...
আসতে চায় পুরনো মোহনায়;
ফেরাবো না তবু সুহাসিনী।
বিচ্ছেদের মহড়া অতিক্রম করে বাজাবো আবার—
ইমন কল্যাণ এক আহ্লাদী সপ্তসুর অনায়াসে;
সাথে কণ্ঠ দিও চেনাসুরে।
তুমিহীন,
মরুভূমির মতো জন্মাবধি শুষ্ক রয়েছিলাম এযাবৎ—
বুকে হাত রেখে অনুভব কোরো, সারিয়ে...
তুলো বুকের ক্ষতদাগ শুশ্রূষায়।।
— ইমরান শাহ্