তখন মধ্যরাত নাজিমউদ্দীন রোডের কারাগারে
বুটের শব্দ ঘুটঘুটে অন্ধকার প্রকোষ্ঠ।
বিপথগামী সেনা সদস্য আগত অস্ত্রসহ
মূহুর্তেই জেলের তালা ভেঙে ব্রাশফায়ার।
ওরা বঙ্গবন্ধুর সহচর, ছিল প্রিয়ভাজন
এই হলো বড় অপরাধ
পঁচাত্তরে নারকীয়তায় রচিত অবৈধ সরকার
বিরোধীতা করায় এই পরিণতি।
গুলিতে জ্বালা মেটেনি নরপিশাচদের সেদিন
বেয়নেটে খুঁচিয়ে - খুঁচিয়ে ক্ষতবিক্ষত করেছে
জাতির সূর্যসন্তানের চার- চারখানা দেহ
একাত্তরে পরাজয়ের নির্লজ্জ প্রতিশোধ নিতে।
নির্ঘাত মৃত্যু জেনেও ছাড়েনি আদর্শ
দিয়েছে প্রাণ দেশমাতৃকায় বলিদান।
ইতিহাসের বর্বরোচিত হত্যাকাণ্ড সাক্ষী মহাকাল
বিবেক নাড়িয়ে দিয়েছিল বিশ্বমানবতার ।
— ইমরান শাহ্
কবিতাটি জাতীয় চার নেতাদের উৎসর্গ করা হইল।