বহুদিন হলো তোমার খবর পাই না
কোন শহরে বাস তোমার ?
ওই কাঁটাতার হয় যদি একমাত্র অবরোধ
আকাশ ভাগ করবে কি করে।

কি করে এতটা অপ্রেমিক হলে
এই অল্প দিনের ব্যবধানে।

অনেকদিন না দেখে দেখে ভুলতে বসেছি
কেমন ছিলো হাসি কিংবা চুলের ভাঁজ
এ জন্মে না হয় যদি আর দেখা
খুব বেশি আফসোস হবে _ তা কিন্তূ নয়।

শব্দ দিয়ে তোমার ছবি আঁকি কবিতায়
এতেই কতো পরিত্রাণ! ও তুমি বুঝবে না।

কেড়ে নেওয়া যায় শহজেই সব কিছু
ভিতরের সত্তা সদা জাগ্রত
ওকে দমাবে কি করে, কোন সে ক্ষমতায়
যা ছিল অকৃপণ দেখিয়েছো

ওসব নিয়ে আর ভাবি না এখন
বাস্তবে নয় তাই তোমার কলমে বসবাস ।।






— ইমরান শাহ্