এমন কি প্রয়োজন ছিল এই অবোধ
হৃদয়টাকে মিথ্যে প্রেমে  নাড়ানোর
রসের জাল কেনইবা বুনেছিলে
কল্পকাহিনীর সেই আজরাজাবিনের মতো।

শাসন করতে চেয়েও পারিনি বহুবারেও
এই অবাধ্য মন-কলেবরকে
পরাজিত হয়েছি তাই অদ্যাবধি।
সবই দেখছো, ছিলে নির্বিকার।

এমন কি প্রয়োজন ছিল বল!
এভাবে ঘূর্ণিঝড় তোলার হৃদয়ালয়ে
কিছুকিছু সুন্দর আঁকড়ে ধরা
নিছক বোকামি জানতাম না।

তুমুল বাজিয়েছো ত্রিতালে কারণে-অকারণে
মূহুর্তেই কেন করলে ছন্দহীন ?
খুব কি প্রয়োজন ছিল!
যদিও ব্যর্থ প্রশ্ন নিরন্তর।

আমার ভাবনার আকাশ এতো সহজেই
ধূসর হয়ে যাবে ভাবিনি।
বড় ক্ষতি হয়ে গেলো
তুমি জানতেই পারলে না।






—ইমরান শাহ্