এইদিন
রচিত হয়েছিল আমাদের অমর প্রেমকাব্য
সকল বাধা পেরিয়ে সঁপেছিল মনপ্রাণ
এঁকে দিয়ে কপালে সময়ের রাজতিলক
গড়েছিল আগামীর সুখময় শ্রেষ্ঠ ভবিতব্য।

কমলিনী
নিয়তির নির্মম পরিহাসে দু'জনে ব্যাথিত
রয়েছি সহস্র মাইল শরীরে বিচ্ছিন্ন
দিবাস্বপ্নের  মত মনেহয় সবই যেন;
বুক ভেঙ্গে যায় এঁকে শতক্ষত।

পথে-প্রান্তরে
অ্যাকর্ডিয়ান বাজাতে-বাজাতে দাঁড়িয়ে অনাদি
কেবলই তোমার অপেক্ষায় কাটে নিরবধি
কবে এসে ভালোবেসে জাগাবে সুখোদয়
গোলাপ সাদৃশ্য সংসারেতে হবো সুখময়?

প্রহরগুণি
কবে আসবে মিলনের সেই সন্ধিক্ষণ
ভেবে ভেবে আকুল প্রাণ, দিনমান
দেখো হবে মিলন বিধির বিধানে
না-হয় রইবে না'যে জীবনের মানে।




— ইমরান শাহ্



রচনাকাল
১১/০৮/২০ ইং