আকাশ মাঝে চাঁদ হেসেছে
তাকিয়ে দেখো আজ,
ধুলির ধরা সাজলো যেন
জান্নাতি ঐ সাজ।
রহমতের বার্তা নিয়ে
এলো যে রমাদ্বান,
ডেকে ডেকে গাইছে শোন
মাগফিরাতের গান।
তোমার সকল ভালো কাজে
বরকত সে ঢেলে,
নাজাত তোমায় ডাকে যেন
না যাও দোযখ জেলে।
রমজান হতে শিক্ষা নাও
নিজের জীবন গড়ো,
হারিয়ে যাওয়া ঐতিহ্য আজ
জড়িয়ে তুমি ধরো।
দুনিয়া জুড়ে রহম বিলাও
খোদার রহম নিয়ে,
ভালোবেসে আপন করো
তোমার ক্ষমা দিয়ে।
রবের কাছে ক্ষমা চাও
নিজের ভুলের তরে,
রহমত আর মাগফিরাতের
শিক্ষা যেন ঝরে।
তোমার ভালো কাজে যেমন
বরকতেরই টান,
মানবতার তরে আজ
বাড়ুক তোমার দান।
জাহান্নামের আগুন হতে
নাজাত চেয়ে নাও,
সব মানুষে বাঁচিয়ে নিতে
হাত বাড়িয়ে দাও।
সারা বছর কাটাও যদি
এমন করে আজ,
জান্নাতি ছোঁয়ায় কায়েম
হবে খোদার রাজ।