কর্মের দিকে না তাকিয়ে
তাকাই মোরা ফলে,
ফলাফল খুজে ফিরে
জীবন মোদের চলে।
ছোট্ট বেলার সার্থকতা
থাকতো খেলাধুলায়,
ফলাফল টাই মূল কথা
খেলার বিজয় বেলায়।
দিন রাত সব এক করি
আরো নানা কষ্ট!
ফার্স্ট ছাড়া অন্য রেজাল্ট
হবে নাতো যথেষ্ট!
ভার্সিটির ঐ বারান্দাতে
পা রাখতে গেলে,
ভীষণ পড়ায় ডুবতে হবে
মধূর সময় ভূলে।
আরতো মাত্র কয়েকটা দিন
করতে পারলেই পার,
এত্ত কষ্টের ফলাফল
বিশাল চাকরী জোগাড়।
এবার থামো, আমার কথা
মনটি দিয়ে শোনো,
ফলাফলের আর বাকী
রয়েছে কি কোনো?
আচ্ছা! এই যদি হয়
তোমার পাবার শেষ,
একটু দাড়াও, ভেবে দেখ
আমার কথার রেশ।
এত দীর্ঘ জীবনটাতে
করলে তুমি কী?
ভেবেছো কি চোখ মুদলেই
ফলাফল টা কী?
একটু ভাবো, একটু ভাবো
জীবন হবে ধন্য,
ওপারেতেও থাকবে সুখে
ফলাফল টাও অনন্য!