বঙ্গদেশের সূর্য ছেলে
নামটা যেন কী!
নামে তার নয় পরিচয়
কাজেই চিনেছি।
একটু ভালো রাখতে মোদের
জীবন ধরে বাজি,
একাত্তরের মুক্তিযুদ্ধে
রণ সজ্জায় সাজি,
প্রাণপনে লড়াই করে
রাখলো দেশের মান,
স্বাধীন যারা করলো তাদের
মুক্তিযোদ্ধা নাম।
সালাম জানাই হাজার তোমায়
কৃতজ্ঞতাও শত,
কিন্তু হায়! দেখছো নাকি
দেশ কোথায় রত!
স্বাধীনতার জন্য জীবন
দিয়েছিলে হাসি,
প্রজন্ম তোমার দিচ্ছে কেন
মোদের গলায় ফাঁসি!?
মেধাবীরা পাচ্ছে না আজ
তাদের মেধার দাম,
এই কি তবে তোমার গড়া
স্বাধীনতার নাম!?