রফিক, শফিক, সালাম বরকত
কেমন আছো ভাই?
তোমার ত্যাগের বাংলা ভাষার
সতীত্ব আজ নাই!
লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্টে
দিন কেটে যায় আজ,
ফ্রেন্ড, বাডি, বিএফ, জিএফ
বাড়ায় কথার সাজ।
হিন্দী, তামিল, চায়না মুভি
কিংবা হলিউড,
সবই আপন মোদের তরে
বাংলাটাই ঝুট।
থাই, ইন্ডিয়ান চায়নিজ আর
কোরিয়ানের ভিড়ে,
বাংলা খাবার অপুষ্টিতে
মরছে ধীরে ধীরে।
আমার দেশের পোশাক শ্রমিক
কংকালসার দেহ,
পাক ভারত আর পশ্চিমাতে
জড়াই মোদের দেহ।
সামান্যতেই সিঙ্গাপুরে
অঢেল খরচ করি,
নিজের দেশের চিকিৎসাতে
অনাস্থায় মরি।
ভাবনা গুলো শেকল বাধা
স্বাধীনতা মুখে,
ভাষা-দেশ বিলিয়ে দিয়ে
হাসছি মিছে সুখে।