আমার মত হাজার শিশু
মরছে সিরিয়ায়,
কেউ আসেনা পাশে হায়
মোদের বিধি বায়।
তোমরা যখন সাজছো রঙ্গে,
গাইছো নিরবধি,
আমি তখন সাঁতরে বেড়াই
রক্তে গড়া নদী।
একটু খানি হাওয়া বদল
করছো যখন ঘুরে,
তোমার চোখে কেন ভাসিনা?
নইতো আমি দূরে!
রাসায়নিকের ধোয়ায় আমার
প্রাণ ওষ্ঠাগত,
তবুও তুমি রয়েছো মেতে
কোন কাজেতে রত?
সিনেমাতে ধ্বংসলীলা
যখন দেখো তুমি,
অশ্রুবারি গড়িয়ে পড়ে
তোমার কপল চুমি।
হায় অভাগা! এমন আমি।
বাস্তবতাও দেখে,
কেমন করে ভাবতে পারো
আমায় দূরে রেখে!?
তোমার চোখে অশ্রু গড়ায়
দু রানেরই হার,
মেসি-কাকা বাড়ায় তোমার
আলোচনার ভার।
আমায় তুমি ভূলেই আছো
কিসের আলোচনা!
লাশ দেখেও ভেজেনা তোমার
দু চোখের কোনা।
হেসে খেলে করছো তুমি
মজার জীবন পার,
জীবন কাটাও সোনা মুখে
কী আর লাগে আর!
আমার থাকার বাড়ি নাই,
খেলার মাঠতো দূরে।
ভাবছো কী? দেখছো না?
বুলেট যাচ্ছে ফুঁড়ে।
নালিশ যদি করি আমি
রবের কাছে গিয়ে,
একটু ভাবো তাঁহার কাছে
দাঁড়াবে কী নিয়ে!