শুনেছ এ মুখের কঠিন কথা,
বোঝ নাই এ হৃদয়ের ব্যাথা।
যা সদা জপে তোমার নাম,
দাও নাই তার কোন দাম।
খুঁজছ আপন সুখ সরোবরের পথ,
এ বিরহীর জন্য অবশিষ্ট মৃত্যুরথ।
জানি আসবে না কভু ফিরে,
দুঃখের তরী বাইব আমি ধীরেধীরে।
কখন ও ফিরবে না এ নীড়ে,
লুকিয়েছ আজ প্রচুর্যের ভীড়ে।
চলেছো গেয়ে সুখের গান,
এ বুকে বিধে বিষের বাণ।
আমাকে পড়বে না মনে,
ছেড়ে গিয়াছ বিষাদের বনে।
বাইছ তোমার সুখের তরী,
এ বুকের ব্যাথা বড় ভারী।