আবার কখনো যদি কাউকে ভালোবাসি,
বলবো না— "ভালোবাসি", এই কথাটি।
ভালোবাসি সবাই বলতে পারে,
কতজন তা রক্ষা করতে পারে?
আবার কখনো যদি ভালোবাসার সুযোগ হয়,
মন-প্রাণ উজাড় করে বলবো না—"ভালোবাসি"।
"ভালোবাসি"— এই কথাটি বলা অনেক সহজ,
ভালোবেসে দেখানো তার চেয়েও কঠিন।
আবার যদি ভালোবাসার সুযোগ হয়,
ভালোবেসে দেখাবো—বলবো না "ভালোবাসি"!!!