সময়, তুমি এত নিষ্ঠুর কেন?
তুমি এত নির্দয় কেন?
তুমি এত দ্রুত কেন?

সেদিন দুপুরে হাসছিলাম,
তুমি সন্ধ্যে হয়ে এলে।
পেছন ফিরে দেখি—
সবাই আলয়ে ফিরে গেছে।

তুমি গোধূলি নিয়ে এলে,
দিনের আনন্দকে দূরে ঠেলে দিলে।

আজ মনে হয়, তুমি ছুটছো অক্লান্ত—
সন্ধ্যা থেকে সুবহে এক নিমেষে!

আচ্ছা সময়, তোমার এত তাড়া কেন?
বন্ধু হিসেবে বলি কয়েকটি কথা?
একটা সময় আমি প্রাণভরে চাইতাম,
একটু বড় হতে…!
বড় হওয়াই জীবনের সুখ!

যদি পেতাম তোমার নিষ্ঠুরতার খবর,
কখনো বড় হতে চাইতাম না।

তুমি অনেক ব্যস্ত করেছো জীবন,
তাই মনে হয়, তুমি মায়াহীন, দয়াহীন—
নিষ্ঠুর!

সময়, তোমার কাছে আমার আকুতি—
তুমি কি পারবে আমাকে শৈশবের
নাটকবিহীন প্রফুল্ল হাসি এনে দিতে?
পারবে কি আমাকে হৃদয়ের সাথে
জড়িত সেই বন্ধুদের এক করে দিতে?

পারবে কি? বলো…!
পারবে?