তুমি কি আমাকে ভালোবাসো?
বলো তো—
এভাবে পুড়িয়ে শান্তি পাও তুমি?
আমি বেশিকিছু চাইনি তোমার কাছে,
চেয়েছি শুধু একটু ভালোবাসা।
প্রতিনিয়ত নিজেকে পুড়িয়ে যাচ্ছি,
তুমি কি জানো আমার এই
পুড়ে যাওয়া মনের খবর?
জানো কি?
তুমি তো বলো—
আমার প্রতি তোমার কোনো
আবেগ, অনুভূতি, ভালোবাসা নেই।
তবে কেন আমার প্রতিটা নিশ্বাসে
তোমার নাম আঁকা থাকে?
কেন রাতের নির্জনতায়
তোমার অভাব তীব্র হয়ে ওঠে?