আমার মতো করে কাউকে ভালোবেসো না,
কষ্ট পেতে পেতে একদিন শেষ হয়ে যাবে!
ব্যক্তিত্ব, আত্মমর্যাদা—
সব হারিয়ে একদিন সর্বহারা হয়ে যাবে!
বেঁচে থেকেও মরে যাবে,শ্বাস নেবে, কিন্তু প্রাণ পাবে না।সবকিছুতে শূন্যতা অনুভব করবে,ভালোবাসার রং ধূসর হয়ে যাবে।
আমার মতো করে ওতখানি ভালোবাসা দেখাতে যেও না,
অবহেলার অগ্নিস্ফুলিঙ্গ তোমার হৃদয়কে পোড়াবে!স্বপ্নগুলো ছাই হয়ে যাবে,স্মৃতির ধুলোয় ঢেকে যাবে ভালোবাসার প্রতিচ্ছবি।
তুমি কাঁদবে,তোমার অশ্রু ঝরবে,
কিন্তু কেউ মুছবে না!
তোমার নিঃশব্দ আর্তনাদ বাতাসে মিলিয়ে যাবে,
বহু মানুষের ভিড়েও তুমি একা হয়ে যাবে!
শেষমেশ…
নিঃস্ব হয়ে যাবে।