ভালোবাসা কি দরকষাকষি?
দর কষে বাসলাম, দরে না মিললে থামলাম?
ভালোবাসা কি বাজারের সস্তা কিছু?
মনে হলেই কিনলাম, ভালো না লাগলে ফেলে দিলাম?
আমি যদি সৌন্দর্যের পিছু ছুটতাম,
তোমার হৃদয় কি আমার কাছে আসত?
আমি যদি শুধু পাওয়ার তৃষ্ণায় ভাসতাম,
তোমাকে ভালোবাসতাম না, এটাই তো সত্য।
আমি যদি কষ্টের ভয়ে পিছু হটতাম,
তোমার শূন্যতায় জায়গা পেতাম না।
আমি যদি লাভ-লোকসানের হিসাব করতাম,
নিশ্চয়ই তোমাকে ভালোবাসতাম না।
ভালোবাসা কি শুধুই মোহ?
অস্থায়ী আকর্ষণ আর একটুখানি প্রশংসার রোশনাই?
না, ভালোবাসা নিঃস্বার্থ, গভীর, শুদ্ধ—
যা ভাঙে না, ঝরে না, শেষ হয় না কভু।
ভালোবাসা মানে এক নিরব বন্দর,
যেখানে মনের জাহাজ নোঙর ফেলে।
ভালোবাসা মানে অমল স্নেহ,
যা সময়ের স্রোতেও মলিন হয় না।
তাই বলি, মোহ নয়, ভালোবাসা সত্য,
এ ভালোবাসায় নেই কোনো দরকষাকষি।
এ ভালোবাসা চিরন্তন, অবিনশ্বর—
যা হৃদয়ের গভীরে বেঁধে রাখে বন্ধন অটুট।