একদিন হঠাৎ করেই
আমাদের আনুষ্ঠানিক দেখা বন্ধ হয়ে যাবে।
দেখা হবে না, চোখের ভাষায় কথা হবে না,
মিথ্যে এড়িয়ে যাওয়ার অভিনয়ও হবে না আর।
আমাদের জীবনের মঞ্চে
যতটুকু 'রোল প্লে' করার ছিল,
সব ফুরিয়ে যাবে,
সময় আমাদের গল্পের
শেষ দৃশ্য লিখে দেবে।
রাস্তা বদলাবে,
নতুন মানুষ আসবে জীবনে,
নতুন গল্পের সূচনা হবে।
তবু কোনো এক নিঃসঙ্গ সন্ধ্যায়,
অবচেতন মনে হঠাৎ
তোমার স্মৃতির দরজায় আমি কড়া নাড়তে পারি!
তুমি হয়তো বিরক্তির সুরে বলবে,
‘ফেলে আসা পথ ফিরে দেখা বৃথা!’
পার্থিব ব্যস্ততায় আমিও হয়তো হারিয়ে যাবো,
তবু একে অন্যের অমঙ্গল যেন না চাই,
সম্মান, শ্রদ্ধা আর শুভকামনাই হোক
আমাদের গল্পের চিরন্তন উপসংহার!