প্রহর ফুরিয়ে গেলে,  
ভালোবাসা কঠিন হবে।  
হৃদয়-বাঁধন খুলে,  
হৃদয়ে আসো ফিরে।