সখি তুমি কার, তুমি কই
অামি তো এই বরষে
টিনের চালায় রিমঝিম শব্দ হয়ে
তোমারই কানের রিং হয়ে রই।
তব কার, কবেকার, কোথাকার
অামি তো অাজও তোমারই পথপানে
চেয়ে অাকুল হয়ে রই, দিবানিশি
অামার সখারা জানে।।
তুমি-অামি মিশেমিশে কফি খাওয়া
অাষাঢ়ের জলভরাতুর ফোঁটায় তৈরি
একা অাজ কদম্ব শাখে,সখারা জানে
অাজও বৃষ্টি হওনি তবে তুমি কই??