অনুভবে তব বুনোফুলগুলো
যাই ছুঁয়ে আমি মাগো!
যে শোভা তোমার করে সুশোভিত
সেথা বঞ্চিত করো নাকো।

এই যে আমাকে তোমার তরে
দিয়েছি উজার করি
উঞ্ষ আদরে রেখোগো মাগো!
জরায়ে আমারে ধরি।