আর কোন সুধা পান করতে বলোনা আমায়
কিংবা যেতে বলোনা ঐ অমৃত নগরে অথবা তার সন্ধানে
শুধু ভালোবাসতে শেখাও তোমাকে, তোমার মাটি আর মানুষগুলোকে
পান করাও তোমার অমৃত সুধা আমায়, হ্যাঁ এই আমাকে।
হাজার নক্ষত্রের মাঝেও -
সন্ধ্যা নামলে তুমি আমার সন্ধ্যা তারা
আর প্রভাতে- তুমি আমার শুকতারা
আমার ভালবাসা, হৃদয়, উষ্ঞ উচ্ছাসিত ঢেউ
আমার সব আনন্দ আর ছন্দমালা, হ্যাঁ কবিতার ছন্দমালা।