একটি, দু'টি, অনেকগুলির
একটি তারা তুমি
সবুজ শ্যামল শাড়ির আঁচল
আমার জন্মভুমির।

রুপের দোলায় দুলছি এ যে
রুপের নেইকো শেষ
জননী তোর সবুজিয়া
এ যে রুপের বেশ।

একটি, দু'টি, অনেকগুলির
একটি তারা তুমি
বসুন্ধরার মাঝে ওগো
আমার জন্মভুমি।।