নদী আমাকে ডাকছে
আসো একটু সাতঁরে যাও
আমি পারিনি সে ডাকে ফিরে তাকাতে
কারন, নারীও নদীর মত বয়ে যায়

এ আমার জীবনের গোধুলি লগ্ন
সোনালি রোদে ভরা সকাল
না আমি তাকাতে পারিনি ফিরে
তুমি নদীর মত বয়ে যাও

কারও স্বব্ধ অন্ধ সময় বিকল চাকা
কেউ আকাশে ওড়ায় শান্তির পায়রা
বয়ে যেতে যেতে নদী আর নারীও
থেমে যায় একদিন কোথাও

আজও আর ডেকো না
ওগো একদা বহতা নদী
তুমি বয়ে চল আর দু'ধারে
দুলবে কলমিলতারা

জেলেরা জাল ফেলবে
ভেসে যাবে পাল তোলা নৌকা
রাত চলে যাক গভীরে তবু থেমোনা
এখন আর সেইসব ভেবোনা