মা, ছোট বেলা তোমার কাছ থেকে সবেচেয় বেশি শুনতাম তোমাদের পড়া ছড়াগুলি। যা আমার আজো মনে পড়ে। আসলে শৈশবে আমরা আমাদের মা-বাবা, পরিবার, গুরুজন এবং চারপাশের পরিবেশ থেকে যা কিছুই শিখি সেগুলোই আমােদর মনে দাগ কেটে যায়, সেগুলোই দেয় আমাদের জীবনে উৎসাহ আর অনুপ্রেরনা। যােগায় বড় হবার অত্মবিশ্বাস। এনে দেয় মাতৃভক্তি। ভালবাসতে শেখায়- মা, মাটি, মাতৃভুমি আর মানুষকে। তেমনি একটি ছড়া (মায়ের মুখ থেকে শোনা) আমি লিখব-
''মাগো! আমায় দেখাস নে আর
জুজো বুিড়র ভয়
আজ থেকে আর আমি তোমার
ছোট্ট কোকা নই।
কাগজ দিয়ে উড়োজাহাজ
বানাই কত রোজ
তুই মা শুধু রাধেত জানিস
রাখিস কিসের খোজ?''