অনেক দিন ধরে ভাবছি
শুধু ভেবেই যাচ্ছি ... একটি কবিতা লিখব
প্রিয় কবিতাটি হবে
আমার কবিতাকে নিয়ে
না! তা আর হয়ে উঠেনি
ভেবেছিলাম-হয়ত ঘুরতে ঘুরতে
একিদন পেয়ে যাব জীবনের ক্যাম্পাসে
ফেসবুক আড্ডায় অথবা টুইটারে
নাহ! সে আর হয়ে উঠেনি
তাইতো লিখছি তোমার জন্য
প্রিয় নদী, আশা রাখি কুশলেই আছ
আমি? এইেতা এক প্রকার আছি
পর সংবাদ হল এই যে
তোমার দেয়া গোলাপ গাছটা
আজো আমি বাঁচিয়ে রেখেছি
তাঁর অঙ্গজ প্রজননের মাধ্যমে
তোমার প্রিয় নদিটিতে
আজো আমি সাতরাই
তোমার দেয়া ডায়েরিটা
সাজানো আমার জীবনের লাইব্রেরিতে
তোমার প্রিয় সেই বকুল গাছটা
বাঁচিয়ে রেখেছি আজো
লাইভ অর্কাইেভ সাজানো আছে
তোমার জীবন্ত অার প্রিয় মুহুর্তগুলি
শিশির সিক্ত সোনালী রোদ্দুর
গোধুলি লগনের ক্রীড়া
গোল্লাছুট আর ছি-বুড়ি
তোমার সব প্রিয় জিনিষ
সব মনে পড়ে তোমাকে সহ
কিন্তু আজো কেন যোগ দেয়া হয়নি
জীবনের ক্যাম্পাসে
শোস্যাল মিডিয়ায়
শুধু একটু জানতে ইচ্ছে করে
কেমন আছো তুমি
কোথায় আছো
শুধু এইটুকুই
আজ আর পারছি না
আবার লিখব
ভাল থেকো, ইতি -
তোমার প্রিয় কবি।