তোমার ছোঁয়াতে জেগে ওঠে-
আমার লুকায়িত প্রাণ আর সত্ত্বা
তাইতো এই নিষিদ্ধ নগরীর দেয়াল টপকাই
অনেক দিনে একটু ছুঁয়ে দেখিনি বলে।
ঘুমকাতুরে আতংঙ্কিত প্রহরীরা
আমাকে ভেবে ওরা ধাওয়া দেয়
ওদেরই একজনকে, আমার ভয়ে আতঙ্কিত ওরা
সেই ফাঁকে আমি সোজা এখানে।।
তুমিহীনা এই আমি-
কোন রাজ-তোড়নের পাশে
দাড়িয়ে থাকা যেন এক ভিক্ষারীর মতন
মৃত্যুর বাধাঁ ডিঙ্গিয়ে তবু এই আমি এইখানে
এই নিষিদ্ধ নগরীর আগ্ঙিনায়
ইতালির এই নগরীতে
যেখানে প্রবেশের পর আর কেউ অপরাধী নয়।।
হিমবাহে একেবারে আটকে গেছে
দাঁতের পাটির সাথে দাঁত
উষ্ঞ অভিবাদনে তব লাগি
জ্বালো মম দেহে মিলনের অগ্নিশিখা।।